জগন্নাথপুর প্রতিনিধি
এক যুগ পর জন্মভূমি এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে আসা যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী সংবর্ধিত হন।
সকাল থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তাকে বরণ করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনা স্থলে সমবেত হন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল চারটায় জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।সংবর্ধিত অতিথি মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা মিসবাহুজ্জামন সুহেল, সুজাতুর রেজা, মুজিবুর রহমান, ফেরদৌস আলম, আব্দুল মতিন লাকি, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে আমার স্বামী আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী গুম হয়েছে। খুন হামলা মামলায় নির্যাতনের শিকার হয়েছে লাখো জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মী। বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাই বিগত সরকারের শাসনামলে গুম হওয়া আমার স্বামীসহ সকল নেতাকর্মীদের খুঁজে বের করে স্বজনের কাছে ফিরিয়ে দিতে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, আমি আপনাদের সন্তান গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। আজ এক যুগ পর আপনাদের পাশে এসেছি। এ অনুভূতি অন্যরকম।
তিনি বলেন, গত এক যুগ ধরে আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের দেখতে আসতে পারিনি। মামলা হামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জগন্নাথপুরের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতে থাকব।
যুক্তরাজ্য বিএনপির টানা তিনবার সাধারণ সম্পাদক হলেও তিনি নিজেকে বিএনপির একজন কর্মী মনে করেন উল্লেখ করে বলেন, দেশের বাহিরে থাকলেও একটি মুহূর্তের জন্য জগন্নাথপুর তথা সুনামগঞ্জের মানুষকে ভুলতে পারিনি। আমি কাজ করতে চাই আপনাদের জন্য। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।