স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ১৬৩ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। দলের পক্ষে ৪৯ রান করেন রায়ান খান।
বাংলাদেশের সাদ ইসলাম রাজিন ৩২ রানে ৪টি এবং রাফিউজ্জামান রাফি ২৭ রানে নেন ৩টি উইকেট।
জবাবে রিফাত বেগ আর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জোড়া হাফসেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। রিফাত ৭৯ বলে ৮ চার আর ১ ছক্কায় ৭১ করে আউট হন। ৯৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম।