‘রাজার ছেলে রাজা হবে, এর নাম রাজনীতি নয়’

9

সবুজ সিলেট ডেস্ক 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে গত ৩৩ বছরে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল পালাক্রমে তারাই ক্ষমতায় থেকে প্রশাসন থেকে সবকিছুতে দলীয়করণ করে দলীয় নেতাদের সুবিধা দিয়েছে। দেশের জনগণ কোনো সুযোগ-সুবিধা পায়নি।

তিনি আরও বলেছেন, রাজনীতি কোনো জমিদারি প্রথা নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সাম্রাজ্য নয়। রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে এর নাম রাজনীতি নয়।

বৃহস্পতিবার বিকেলে গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিমের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়। বিকাল ৪টায় গণসংবর্ধনা শুরু হলেও নুরুল হক নুর সভাস্থলে পৌঁছান বিকাল সোয়া ৫টায়।

উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মো. ইউছুফ কাজী, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুর রহিম।

বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিষ্ট দলকে ক্ষমতাচ্যুত করার কাজটি করেছে এ দেশের ছাত্র-জনতা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এখন নতুন বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এজন্য দরকার নতুন নেতৃত্ব।

ভিপি নুরকে একনজর দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এছাড়া স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও ভিপি নুরের বক্তব্য শোনার জন্য সমবেত হয়েছিল।

গণসংবর্ধনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ভিপি নুর কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।