আদানির বিদ্যুৎ নিয়ে করার কিছু নেই: ভারত

8

সবুজ সিলেট ডেস্ক
বাংলাদেশ সরকার ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যকার চুক্তি এবং বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভারত সরকারের কিছু করার নেই।

শনিবার (২ নভেম্বর) দিল্লিতে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি আরও বলেন, এটি ভারতের একটি বেসরকারি সংস্থা ও বাংলাদেশ সরকারের মধ্যে হওয়া চুক্তি।

বকেয়া টাকা নিয়ে বাংলাদেশের সঙ্গে বেশ কিছুদিন ধরে আদানি পাওয়ার লিমিটেডের দড়ি-টানাটানি চলছে। তার মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ অর্ধেক করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

এর আগের দিন ২৭ অক্টোবর আদানি পাওয়ার লিমিটেড থেকে চিঠি দিয়ে বলা হয়, ৩০ অক্টোবরের মধ্যে যেন বকেয়া টাকা পরিশোধ করা হয়। বকেয়া পরিশোধ করা না হলে ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

তবে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ থেকে দাবি করা হয়েছে, আগের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হলেও জুলাই থেকে আদানি গোষ্ঠী বিদ্যুতের দাম বাড়িয়েছে।