হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে কবিরাজ শনিচরণ সাঁওতাল ওরফে অজিত হত্যার রহস্য উদঘাটন হয়েছে পুলিশ। হত্যায় ব্যবহৃত দাসহ আলামত জব্দ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা।
রোববার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুনারুঘাট মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার। তিনি আসামির বরাত দিয়ে জানান, ১২ অক্টোবর দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলায় অজিতকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় খুনি।
এ ঘটনায় নিহতের ভাই অনিল সাঁওতাল থানায় মামলা করেন। তারপর তথ্য প্রযুক্তির সহায়তায় একই এলাকার নকুল ভৌমিজের ছেলে দ্বিপক ভৌমিজকে (২৪) শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করে র্যাব। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদে দ্বিপক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, অজিতের সঙ্গে নকুলে পূর্ব বিরোধ ও মনোমালিন্যতা ছিল।
কয়েক বছর আগে নকুলের মৃত্যুর জন্য অজিতকে দায়ী করেন দিপক। এ নিয়ে ১২ অক্টোবর রাতে অজিতে সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দিপক উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে অজিতের মাথা বিচ্ছিন্ন করে ফেলে।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়।