কুলাউড়া প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে প্রণোধনা কর্মসূচির আওতায় শীতকালিন শাক সবজি (উফশী ও হাইব্রীড),বোরো ধান এবং রবি শষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
(০৬ নভেম্বর) বুধবার আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন। কৃষি সম্প্রসারন অফিসার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্টানে কৃষি অফিসার কৃষিবিদ মো: জসিম উদ্দিন জানান, প্রনোদনা কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলায় উপশী ধানের বীজ দেওয়া হবে ৬ হাজার কৃষককে এবং হাইব্রীড ধানের বীজ দেওয়া হবে ৩ হাজার ৩শ জনকে এবং শাকসবজি (উপশী) দেওয়া হবে ১ হাজার ৫ শ জনকে, শাকসবজি (হাইব্রীড) দেওয়া হবে ২ হাজার ৫শ জনকে এবং রবিশষ্য ১ হাজার ৯০ জনকে সহ মোট ১৪ হাজার ৯০ জন কৃষক প্রনোদনার বীজ ও সার পাচ্ছেন।