ধোপাজান চলতি নদীতে বিজিবির নামে চাঁদাবাজি অভিযোগে আটক ১

2

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ধোপাজান চলতি নদীতে বিজিবির নামে চাঁদাবাজি করার অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(০৫ নভেম্বর)জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির কমান্ডার ঈশ্বর চন্দ্র পন্ডিত বাদি হয়ে মোহাম্মদ ফরিদ মিয়াসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বিকেলে মোহাম্মদ ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরার বাসিন্দা মোহাম্মদ হাসেম মিয়ার পুত্র।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন,ধোপাজান চলতি নদীতে আসামী ফরিদ মিয়াসহ কয়েকজন বিজিবির নামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করার বিষয়টি আমাদের নজরে আসার পর বিশ্বম্ভরপুর থানায় আমরা মামলা দায়ের করেছি।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউছার আলম বলেন,বিজিবি বাদি হয়ে মামলা করার পর আসামী ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।