সবুজ সিলেট ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শ‚রা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, ৭৫ এর ৭ নভেম্বর যেভাবে সমস্ত জাতি এক হয়ে রাস্তায় নেমে এসছিলো একইভাবে ২০২৪ এর ৫ আগস্টেও দেশবাসী এক হয়ে ছাত্র-জনতার বিপ্লব ঘটিয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর ও ৫ আগস্টের বিপ্লব মুক্তিকামী দেশবাসীকে একই চেতনায় পথ দেখিয়েছে। দেশপ্রেম ও ইসলামী চেতনায় বিশ্বাসী মানুষকে করেছে ঐক্যবদ্ধ।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর মুক্তিকামী মানুষকে যুগে যুগে প্রেরণা যোগাবে। দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় এই চেতনা ধরে রাখতে হবে।
হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস, হাকিম নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, জামায়াতনেতা মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।