তামাবিলে ভারতীয় ট্যাংকলরিতে আ গু ন

37

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে মিথানল নিয়ে আসা একটি ট্যাংকলরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তবে এ সময় লরিতে মিথানল না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তামাবিল স্থলবন্দর।

জানা গেছে, গত ৫ নভেম্বর থেকে শনিবার পর্যন্ত ভারত থেকে মিথানল নিয়ে ৭টি ট্যাংক লরি তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। শনিবার ল্যাবরেটরি পরীক্ষা শেষে বাংলাদেশের ট্যাংক লরিতে মিথানল স্থানান্তর করা হয়। ফিরে যাওয়ার সময় একটি ট্যাংক লরিতে আগুন ধরে যায়। তামাবিল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ইউনিট না থাকায় ওপারের ডাউকি স্থলবন্দর থেকে অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট হয়ে গাড়িতে আগুন ধরেছিল।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক -কে জানান, সামুদা ক্যামিকেল লিমিটেড মিথানল আমদানি করেছিল। প্রতিটি ট্যাংকলরীতে ২৮-৩০ টন মিথানল ছিল।