সবুজ সিলেট ডেস্ক
সিলেট নগরীর পাঠানাপাড়ায় অবস্থিত জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভম্বের) ২০০০ ব্যাচ’র শিক্ষার্থীদের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
২০০০ ব্যাচ’র শিক্ষার্থী সুমন আহমেদ’র পরিচালনায় ও মনজুর আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধর, মো. আবদুল কাইয়ুম, সীপ্রা রাণী রায়, জসিম উদ্দিন, আবু ছালেহ।
২০০০ ব্যাচ’র শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, পুলক দে, জুয়েল আহমেদ, ফরহাদ হোসেন, জয় দেব প্রমুখ।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন হাবিবা জান্নাত নিসা, মোয়াজিজ আহমেদ, বাধন দাস উত্তম, ফাহিমা বেগম, উম্মে মিস, পূর্ণিম দে, মিম, শিপা বেগম রুমানা, শিপা রানী দাশ। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অথিতিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মনযোগ দিয়ে পড়ালেখা করতে এবং আগামীতে আরো ভাল ফলাফল বয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাছাড়া ২০০০ ব্যাচ’র যারা প্রবাসে অবস্থান করেও এই সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর করতে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞাতা জানানো হয়।