বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথ মতবিনিময় করছেন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে তিনি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ জানান, বালাগঞ্জে সবার সহযোগিতা নিয়ে সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করবেন। বিশেষ করে পিছিয়ে পড়া বালাগঞ্জের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবেন। যুব সমাজ-কে বিভিন্ন ট্রেনিংয়ের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবেন। এতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সহসভাপতি শাহ মো. হেলাল, কোষাধক্ষ্য জাগির হোসেন, কার্যকরি কমিটির সদস্য আবুল কাশেম অফিক প্রমুখ।
এর আগে গত ১০ নভেম্বর সুজিত কুমার চন্দ বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য বিদায়ী ইউএনও মারিয়া হকের স্থলে যোগদান করেন।
জানাজায়, ইউএনও সুজিত কুমার চন্দ ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য।
তিনি ২ মে ২০১৭ সালে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি বালাগঞ্জে যোগদানের আগে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্বপালন করেন। ব্যক্তিজীবনে তিনি দু’জন পুত্র সন্তানের জনক। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।