গোলাপগ‌ঞ্জে কর্মরত সাংবা‌দিক‌দের সা‌থে নবাগত ইউএনও`র মত‌বি‌নিময়

29

শাহিন আলম সাহেদ, গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগ‌ঞ্জে কর্মরত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক্স মি‌ডিয়ার প্রতি‌নি‌ধি‌দের সাথে মত‌বি‌নিময় ক‌রে‌ছেন নবাগত উপজেলা নির্বাহী অ‌ফিসার মিল্টন চন্দ্র পা‌ল।

বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে ১২ টায় উপ‌জেলা সমন্বয় ক‌ক্ষে মত‌বি‌নিময় সভায় নবাগত ইউএনও শুরু‌তে গত ৪ আগস্ট গোলাপগ‌ঞ্জের শহীদ‌দের মাগ‌ফেরাত কামনা ক‌রে ব‌লেন, গোলাপগঞ্জ এক‌টি সম্ভাবনাময় উপ‌জেলা। এ সম্ভাবনা‌কে কা‌জে লা‌গি‌য়ে উপ‌জেলা‌কে ম‌ডেল হি‌সে‌বে গ‌ড়ে তুল‌তে সাংবা‌দিক‌দকসহ সকল শ্রেণী‌ পেশার মানু‌ষের সহ‌যো‌গিতা প্রয়োজন। বি‌শেষ ক‌রে, মাদক, দুর্নী‌তিসহ সমা‌জের সকল অপকর্ম নির্মূ‌লে আপনারা সাংবা‌দিকরা প্রশাসন‌কে সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে। সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশিদার। আপনা‌দের লেখনির মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, অভাব-অভিযোগ উঠে আসে। অর্থনৈতিকসহ সার্বিক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যেসব ক্ষেত্রে এখনও উন্নয়নের প্রয়োজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতির সামনে সেসব উঠে আসে। তিনি গোলাপগঞ্জ তথা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এসময় সাংবা‌দিকরা, ৪ আগ‌স্টের ঘটনায় গোলাপগ‌ঞ্জে অর্ধশত মামলা হ‌য়ে‌ছে, এসকল মামলায় সাংবা‌দিক, শিক্ষকসহ অ‌নেক নি‌রিহ ‌লোক‌কে অ‌হেতুক আসামী করা হ‌য়ে‌ছে। এসব মামলায় যা‌তে কোন নি‌রিহ লোক হয়রানীর শিকার না হন, সে বিষ‌য়ে উপ‌জেলা প্রশাস‌নের প্রধান হি‌সে‌বে ইউএনওকে নজরদারী করার পরামর্শ দেন সাংবা‌দিকরা। এছাড়া, উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় রা‌তের আধা‌রে টিলা কাটা, চু‌রি, ডাকা‌তি এবং গোলাপগঞ্জ চৌমুহনী ও ঢাকাদ‌ক্ষিণ বাজা‌রে যত্রতত্র গা‌ড়ি পা‌র্কিং ক‌রে যানজট নিরস‌নে নজরদারী রাখারও পরামর্শ দেন।

মত‌বি‌নিময় সভায় বক্তব‌্য রা‌খেন ও উপ‌স্থিত ছি‌লেন, গোলাপগঞ্জ ম‌ডেল থানা অফিসার ইনচার্জ ম‌নিরুজ্জামান মোল‌্যা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক এনামুল হক এনাম,দৈনিক মানবজমিন প্রতিনিধি এম আব্দুল জ‌লিল, দৈ‌নিক সি‌লে‌টের ডাক প্রতি‌নি‌ধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, দৈ‌নিক সমকাল প্রতিনি‌ধি রতন মনী চন্দ, দৈ‌নিক যুগান্তর প্রতি‌নি‌ধি হা‌রিছ আলী, দৈ‌নিক আ‌লো‌কিত সি‌লে‌টের স্টাফ রি‌পোর্টার ইমরান আহমদ, দৈ‌নিক শ‌্যামল সি‌লেট প্রতি‌নি‌ধি আ‌জিজ খান, দৈ‌নিক শুভ প্রতি‌দি‌নের স্টাফ রি‌পোর্টার জা‌হিদ উদ্দিন, দৈ‌নিক ইন‌কিলাব প্রতি‌নি‌ধি ডিএইচ মান্না, সাংবা‌দিক সুলতান আবু না‌সের, ফা‌হিম আহমদ, সায়মন আহমদ, রিমন আহমদ প্রমুখ।