জৈন্তাপুরে ৫ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলকাজুড়ে শোকের ছায়া

3

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম চটি এলাকায় ৫ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলার চিকনাগুল ইউনিয়নের মৃত রমজান আলীর বড়ছেলে আব্দুর রহমান (৭০) গত শনিবার (৯ নভেম্বর) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এর ৫ দিনের মাথায় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তামাবিল মহাসড়ক

সিলেট গ্যাস ফিল্ড ১০ নং কুপ বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী গেইটলক সিটিং সার্ভিস বাসের চাপায় নিহত হন ছোটছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা সাদিকুর রহমান (৪২)।

নিহত দুজনই ৬নং চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার অহিদুর রহমানের ভাই।

নিহত ব্যাংক কর্মকর্তা সাদিকুর রহমান ছোটবেলা থেকে লেখাপড়ায় মনযোগী ছিলেন। লেখাপড়া শেষ করে চাকরি জীবন শুরু করেন কৃষি ব্যাংকে। সদা হাস্যজ্বল মনের অধিকারী একজন মানুষ ছিলেন এলাকার সামাজিক ও ইসলামিক কর্মকান্ডে সবসময় যুক্ত থাকতেন,যুবসমাজের সাথে ছিলো সুসম্পর্ক ।

এছাড়া (এসএসসি ব্যাচ ৯৯) এর একজন সক্রিয় সদস্য ছিলেন। সহপাঠী বন্ধু মহলের মধ্যে সাদিক অত্যন্ত সুশৃঙ্খল পরিপাটি একজন মানুষ ছিলেন। সাদিক ৩ কন্যা সন্তানের জনক ছিলেন তার বড় মেয়ে তাসফিয়া বেগম (৯) ক্যান্ট: ইংলিশ স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে, ২ য় মেয়ে তইব্যা(৬) এবং ৩য় মেয়ে আরিবা (৩)।

তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশ বিদেশে থেকে সহপাঠী বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন শোক বার্তায় দিয়ে সাদিকের গুণাবলী তোলে ধরে শোক জানাচ্ছেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।

তাঁর মৃত্যুতে গতকাল রাতে তাদের বাড়িতে সমবেদনা জানাতে ছোটে জান ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী সহ সামাজিক রাজনৈতিক অঙ্গেনের বিভিন্ন শ্রেণির মানুষ।

সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ জানান, ছোট ভাই সাদিক অত্যন্ত ভালো মনের অধিকারী একজন মানুষ ছিলো এলাকার ছোট বড় সবার সাথে তার সুসম্পর্ক ছিলো। সবাই কে সম্মান দিয়ে চালাফেরা করত। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

সাদিকের সহপাঠী বন্ধু নুরুল ইসলাম মঞ্জুর জানান, সাদিক আর আমাদের মাঝে নেই এটি বিশ্বাস হচ্ছে না। একসাথে বেড়ে ওঠা পড়ালেখা সবই এক সাথে হয়েছে। আর আজ আমাদের রেখে একা চলে যাওয়া? এতো কিসের তাড়া ছিলো। আমাদের বন্ধু মহলের কোনো আয়োজন সাদিক ছাড়া হয়নি। যে কোনো আয়োজনে সাদিকের মতামতের ভিত্তিতেই হতো। সে আমার অত্যন্ত কাছের বন্ধু তার এমন চলে যাওয়া মেনে নিতে পারছি না। সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে পোস্টমর্টেম( ময়নাতদন্ত) শেষে বাড়ীতে এসেছে সাদিকুর রহমানের লাশ। তাকে একনজরে শেষ দেখা দেখতে ছোটে আসছেন অসংখ্য মানুষ। বাদ আসর বিকেল ( সাড়ে ৪টায়) চিকনাগুল শাহী ঈদগাহ মাঠে জানাজা নামাজ পরে নিজ বাড়ীর পাশে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সাদিক।

উল্লেখ্য: বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ কৃষি ব্যাংক চতুবাজার কর্মস্থল থেকে কাজ শেষ বাড়ি ফেরার পথে তামাবিল জাফলং মহাসড়ক সিলেট গ্যাস ফিল্ড ১০ নং কুপ বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী গেটলক সিটিং সার্ভিস বাস গাড়ি সাদিকুর রহমানের মোটরসাইকেল কে চাপা দিলে ঘটনা স্থলে সাদিক মারা জান। তার সঙ্গে থাকা অপর সহকর্মী মাসুম গুরুত্ব আহত হন। বর্তমানে মাসুম ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার অবস্থা ও আশঙ্কাজন।

এ ঘটনায় বাস ড্রাইভার ও শ্রমিক নেতা রিয়াজ উদ্দিন কে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্থানীয় জনতা হরিপুর বাজার, শুক্রবারী বাজার জৈন্তিয়া গেইট এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন পরে থানা পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন।