স্পোর্টস ডেস্ক
শোয়েব আখতার, ক্রিকেটের দ্রুততম বোলারদের মধ্যে একজন তিনি। পাকিস্তানের প্রাক্তন এ পেস বলার বলেছেন, প্রস্তাব পেলে তিনি ভারতের বোলিং কোচ হতে চান। আখতার সোশ্যাল মিডিয়া ‘হ্যালো’তে একটি সাক্ষাৎকারে তার এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি ভারতীয় বোলিং ইউনিটের সঙ্গে যুক্ত হতে চান কিনা জানতে চাইলে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আখতার বলেন, “আমি সুযোগ পেলে অবশ্যই হবো। আমার কাজ জ্ঞান ছড়িয়ে দেয়া।”
শোয়েব আরো যোগ করেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচিং করাতে চান, যাদের হয়ে তিনি প্রথম এডিশনে খেলেছিলেন। প্রাক্তন এই পেসার ১৯৯৮-এ ভারতীয় ব্যাটিং গ্রেট সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর প্রথম কথোপকথনের কথাও বলেছিলেন।
“আমি ওকে দেখেছি কিন্তু জানতাম না ও ভারতে কতো বড় তারকা। চেন্নাই এসে জানতে পেরেছিলাম যে, তাকে ভারতে দেবতা হিসাবে মানা হয়।
আখতার বলছিলেন, “মনে রেখো, সে আমার খুব ভালো বন্ধু। ১৯৯৮ সালে যখন আমি বোলিং করতাম ভারতের মানুষ আমার সঙ্গে উদযাপন করতো। ভারতে আমার বড় ফ্যান ফলোয়ার রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ভারতের বোলিং কোচ ভরত অরুণ।