স্টাফ রিপোর্টার
উৎপাদিত খাদ্য পণ্যে ভেজালের দায়ে সিলেটে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মঙ্গলবার (০৫ মে) গোটাটিকর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলাম এবং সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অনন্ত মুড়ি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, স্বাদ কে ১০ হাজার টাকা এবং সুমন ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার নির্দেশ দেয়া হয়। অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম সহায়তা করে।