জায়েদের সদস্য পদ বাতিল নিয়ে যা বললেন ডিপজল

2

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল করা হয়েছে তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

শিল্পী সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ কথা হয়। মোবাইল ফোনে শিল্পী সমিতির এই নেতা বলেন, ‘আমি এখন কক্সবাজারে আছি। এখনো এই বিষয়ে কিছুই জানি না। আগামীকাল (সোমবার) ঢাকায় ফিরব। তখন সবকিছু জেনে আপনাদের সঙ্গে কথা বলব।’

শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

এদিকে গতকাল অনুষ্ঠিত শিল্পী সমিতির আয়োজিত বনভোজনে কাঞ্চন-নিপুণের ডাকে সাড়া দেননি একঝাঁক তারকা শিল্পী।