কমলগঞ্জে লোকালয়ে আসা মায়া হরিণ বন বিভাগের কাছে হস্তান্তর

2

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে আলীনগর ইউনিয়নের কামদপুর এলাকার কৃষিজমিতে মায়া হরিণটি ধরা পড়লে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয়সূত্রে জানা যায়, লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ কৃষিজমি থেকে ধরেন একদল তরুণ। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তাকে জানান। খবর পেয়ে বনবিভাগ মায়া হরিণটি উদ্ধার করে নিয়ে আসে লাউয়াছড়ায়।

আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, লোকালয়ে বেরিয়ে আসা মায়া হরিণ রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে লাউয়াছড়া প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।