ফাইনালের আগে সেরা অস্ত্র হারিয়েছে শ্রীলঙ্কা

1

স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী ম্যাচ। প্রথম দুই ওয়ানডের পর ১-১ সমতা থাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা অস্ত্রকে হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। লঙ্কান পেস আক্রমণের মূল তারকা দিলশান মাদুশঙ্কা চোটের কারণে ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে সফরকারী দলের সেরা বোলার ছিলেন তিনিই।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দুই দল। মাদুশঙ্কাকে ছাড়াই এই ম্যাচে গেম প্ল্যান সাজাতে হবে লঙ্কানদের।

বাঁহাতি এই পেসার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসের ২৭তম ওভার চলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন। নিজের বোলিং কোটাও পূরণ করতে পারেননি। ৬.৪ ওভার করার পরই মাঠ থেকে উঠে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, এমআরআই স্ক্যানে মাদুশঙ্কার বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছেন। আপাতত তাই তাকে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে।