রায় ১৮ এপ্রিল: ঝুলিয়ে নির্যাতনের ভাইরাল ভিডিওর সেই মামলার যুক্তিতর্ক সম্পন্ন

17

নিজস্ব প্রতিবেদক: যুবককে মাথা নীচ দিকে ও পা উপরদিকে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় আলোচিত মামলার যুক্তিতর্ক আজ ১৬ এপ্রিল ২০২৪ ইং মঙ্গলবার সিলেট সিজেএম আদালতে অনুষ্ঠিত হয় । ভাইরাল ভিডিওতে দেখা যায় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আব্দুস সালাম ওরফে ফকির মস্তান আরও ৩ জন সহযোগীসহ এক যুবককে পা উপর দিকে করে বাশে বেধে ঝুলিয় যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছিলো। অনেক লোক দাড়িয়ে থাকলেও যুবককে বাচাতে কেউই এগিয়ে আসেন নি। তখন নির্যাতিতো যুবক ভয়ে কোনো মামলা করেননি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বাংলাদেশের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে দেশ ব্যাপি নিন্দার ঝড় ওটে পুলিশ যুববকে বুঝিয়ে মামলা করায়। মামলা নং জকিগঞ্জ জিআর ২৭১/১৯ ইং। নির্যাতিতো যুবকের নাম গিয়াস উদ্দিন, তার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামে। যুক্তিতর্ক শানানী শেষে আদালত ১৮ এপ্রিল রায়ের জন্য নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করতেছেন পিপি অ্যাডভোকেট কিশোর কুমার, অ্যাডভোকেট আজমল আলী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন এবং অ্যাডভোকেট মশহুদ আহমদ চৌধুরী মহসিন। অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আমরা ঘটনা প্রমাণ করতে পেরেছি। আশাকরি রায়ে এর প্রতিফলন দেখতে পাব। অ্যাডভোকেট আজমল আলী বলেন, সারা দেশের মধ্যে এটা একটা আলোচিত মামলা। আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা সুবিচার পাব আশাবাদী।