কানাইঘাটে ভাতিজার হাতে চাচা খুন, আটক-৩

4

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ভাতিজার হাতে নির্মম ভাবে খুন হয়েছেন জয়নাল আবেদীন নামের এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মাঝ-বড়াই গ্রামে। নিহত জয়নাল আবেদীনের স্বজনেরা জানিয়েছেন সোমবার বেলা ২টার দিকে গ্রামের মসজিদের রাস্তায় জমি সংক্রান্ত বিরুধের জেরে নিহত জয়নাল আবেদীনের সাথে তার ভাতিজা সামছুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামছুল ইসলামের ছেলে আলমাছ উদ্দিন, সুহেল আহমদ, রুহুল আহমদ ও কামাল আহমদরা দেশীয় অস্ত্র দিয়ে জয়নাল আবেদীন গংদের উপর হামলা চালায়। তাদের এ হামলায় নির্মম ভাবে খুন হন চাচা জয়নাল আবেদীন। এবং তাকে রক্ষা করতে আসা নিহত জয়নাল আবেদীনের ওমান ফেরত প্রবাসী ছেলে আব্দুল্লাহ ও নিহতের ভাই ছয়ফুল্লাহ গুরুত্বর জখম হন। বর্তমানে আহত এ দুইজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অপর পক্ষের কেউ আহত রয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি, যেহেতু তারা সবাই পলাতক রয়েছেন। এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দারের নেতৃত্বে পুলিশ সাথে সাথে এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করেছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার জানিয়েছেন, কানাইঘাট উপজেলায় অপরাধ দমন,আসামী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।