চুনারুঘাটে কৃষকদের মাঝে হারভেস্টার ও বিনামূল্যে ভূট্রা মাড়াইয়ের মেশিন বিতরণ

16

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বোরো ধান কাটার সময় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু চলমান তাপদাহের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে জমি বা ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এমন অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তূকিমূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ শুরু করা হয়েছে এবং পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে ১০টি ভূট্রা মাড়াই করার মেশিন বিতরণ করা হয়।

বুধবার (২ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রান্তিক কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার মেশিন ও ভূট্রা মাড়াই করার মেশিন বিতরণ করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি।

এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সজিব হোসেনসহ স্থানীরা উপস্থিত ছিলেন।

উলেখ্য যে, কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও ধান বস্তায় ভরার কাজও করা যাবে। এবং ভূট্রা মাড়াইয়ের যন্ত্রটি দিয়ে স্বল্প সময়ের মধ্যেই কৃষক ভূট্রা ভাঙ্গার কাজ করতে পারবে। এতে করে কৃষকের সময় ও অর্থ দুটোই বেঁচে যাবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকসহ স্থানীয়রা।