ওসমানীনগরের আব্দুল হাকিম জাতীয় পর্যায়ে ক্বিরআত প্রতিযোগীতায় দ্বিতীয়

3

ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৩ এ জাতীয় পর্যায়ে ক্বিরআত বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির দশম শ্রেণীর হিফজ তকমীল ছাত্র হাফিজ আব্দুল হাকিম। বুধবার রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবনে ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক এমপি। অনুষ্ঠান শেষে ক্বিরআত বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করায় ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক এমপির হাত থেকে পুরুস্কার গ্রহন করেন ওসমানীনগরের আব্দিুল হাকিম।
পরে বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলার লতিফিয়া হিফযুল কুরআন একাডেমীতে আসলে নানা আয়োজনে মধ্য দিয়ে আব্দিুল হাকিমকে বরণ করেন একাডেমির শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। পরে একাডেমির হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমীর অধ্যক্ষ মাওলানা এম এ রব, প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ আজাদ আলী, সহকারী শিক্ষক হাফিজ জুনাইদ আহমদ, হোস্টেল সুপার মাওলানা শুহেদ আহমদ, হাফিজ আব্দিুল হাকিমের মামা আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন,-২০১৩ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে লতিফিয়া হিফযুল কুরআন একাডেমী দ্বীনি শিক্ষার আলো প্রচারে সুমানের সাথে কাজ করে আসছে। মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্র করা এই প্রতিষ্ঠানে এখন দেশের বিভিন্ন জেলার প্রায়-২ শতাধিকের উপরে শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা গ্রহন করছেন। এর আগেও একাধিকবার এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়সহ স্থানীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে নানা প্রতিযোগীতায় অংশগ্রহন করে সাফল্যতা অর্জন করেছে। ইসলামী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানে এমন অর্জন সত্যি প্রশংসনীয়। এসময় প্রতিষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখাতে সকলের সু-দৃষ্টি কামনা করেন তারা।