গ্রাম ভিত্তিক নারী-পুরুষ সমতা আনায়ন ও বাল্য বিবাহ বন্ধ বিষয়ক প্রচারিভিযান

8

শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: শিশুদের সুরক্ষার্থে বাল্য বিবাহ বন্ধ, শিশু নির্যাতন ও
শিশুশ্রম বন্ধ এবং বাল্য বিবাহ মুক্ত গ্রাম করতে সিলেটের গোয়াইনঘাটে গ্রাম ভিত্তিক শিশু দ্বারা পরিচালিত নারী-পুরুষ সমতা আনায়ন ও বাল্য বিবাহ বন্ধ বিষয়ক প্রচারিভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের শনিরগ্রাম এলাকায় ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র আয়োজনে বাল্য বিবাহ বন্ধে এ প্রচারিভিযান অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। মানুষকে সচেতন করার উদ্দ্যেশ্যে র‍্যালিটি শনিরগ্রাম এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন বালা, স্বেচ্ছাসেবী জাহাঙ্গীর আলম, আমিন উদ্দিন, আব্দুল্লাহ, তহুরা সুলতানা জোনাকি প্রমুখ উপস্থিত ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারী কয়েকজন জানান, শিশুদের সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ করতে, শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করতে তাঁদের এই আয়োজন। অংশগ্রহণকারী প্রত্যেকে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করবে।