৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

7

সুনামগঞ্জ প্রতিনিধি: “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা: শুকদেব সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান। মাল্ট্রিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন সহকারী কমিশনার মোঃ মহিবুল্লাহ আকন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। জেলা এনজিও সমন্বয়কারী (ব্র্যাক) একেএম আজাদ। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ নুরুল আমিন। র‌্যালিসহ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ সহ জেলায় তামাক নিয়ন্ত্রণে কার্যকরি সংগঠন বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এর স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা তামাক এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যপক গণসচেতনতাবৃদ্ধিসহ আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনার জন্য বলেন।

স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর পক্ষ থেকে প্রশিক্ষক সানজিদা সরকার ধুমপান ও তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে আরডিএসএ সংস্থার কার্যক্রম সম্পর্কে আলোচনা সভায় উপস্থাপন করেন।