সুনামগঞ্জে অপহৃত শিশু সিলেটে উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরের কাজীটুলা এলাকার উঁচাসড়ক থেকে সুনামগঞ্জের এক শিশুকে উদ্ধার করেছেন পথচারী এক গাড়িচালক। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটি জানায়- তার নাম আলী আহমদ। বয়স আনুমানিক ১০ বছর। বাবার নাম সুরত আলী।

গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার বাদেরটেক বলে জানিয়েছে। শিশুটি আরও জানায়- তার মা নেই, সৎ মায়ের কাছে বড় হচ্ছে। তাই সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। গন্তব্য চট্টগ্রাম।

তাকে উদ্ধারকারী সিলেট মহানগরের রিকাবীবাজার এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের কারচালক বুলবুল আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন- ‘আমি কাজিটুলার উচাসড়ক হয়ে আসছিলাম। এসময় একটি শিশু আমার গাড়িকে সিগন্যাল দেয়। আমি গাড়ি থামিয়ে সিগন্যালের কারণ জিজ্ঞাস করলে সে জানায়- তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার বাদেরটেক গ্রামে। তার মা নেই, সৎ মায়ের কাছে বড় হচ্ছে। তাই বাড়ি থেকে চলে এসেছে। আমাকে থামিয়ে বলছে সে চট্টগ্রাম নিয়ে দিতে। এসময় সে অভুক্ত জানালে আমি তাকে নাশতা করাই। পরে আমি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানাই এবং তাঁর পরামর্শে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করবো।’

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ বলেন- আমাকে বিষয়টি অবগত করার পর ওই শিশুকে পুলিশের কাছে হস্তান্তর করার পরামর্শ দিয়েছি।