নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে দুই দিন ধরে নাঈম উদ্দিন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী সেলিম উদ্দিনের ছেলে।
বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও।
নাঈম সিলেটের দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। নিখোঁজের ঘটনায় তার পরিবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।
নাঈমের চাচা মুহিব উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার থেকে বাড়ি ফিরে সে। এরপর তার মাকে জানিয়ে বিশ্বনাথ পুরানবাজারের মস্তুরা পয়েন্টে জনৈক এক ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরেনি।
এদিকে, রাতে বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হয়। সেটি বন্ধ পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সবাই।
এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত দুুটি মোবাইল নাম্বার নিয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।