ক্রীড়া ডেস্ক: রেফারির শেষ বাঁশির সঙ্গে নিশ্চিত হয়ে গেছে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে উরুগুয়ের বিদায়। ১-০ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে কলম্বিয়া। এটাতে গেল কেবল খেলার ফলাফল। কিন্তু ওইদিন গ্যালারিতে এমন দৃশ্যের অবতারণা হয়েছে, যা খেলা থেকে সবার নজর সরিয়ে নিয়েছিল।
সেদিন রেফারির বাঁশির পরপরই কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে ব্যাপক মারামারিতে জড়িয়ে পড়েছিলেন উরুগুয়ের খেলোয়াড়রা। সেই মারামারির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এবার সেই মারামারির ভেতরের গল্প বের করে আনতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- কনমেবল।
কনমেবল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনার ধারাবাহিকতা এবং ম্যাচ শেষে সহিংসতার জড়িতদের দায় উদঘাটনের জন্য কনমেবল তদন্ত শুরু করেছে। আমরা নিশ্চিত এবং সতর্ক করতে চাই যে, বিশ্ব ফুটবলের আয়োজনকে কলঙ্কিত করে এমন কোনো কাজ সহ্য করা হবে না।’
‘এই ধরনের ঘটনা আবেগকে সহিংসতায় পরিণত করে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্থ করে এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না।’
ভিডিওতে দেখা গেছে, প্রথমে কলম্বিয়ার সমর্থক ও উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে মারামারি হলেও পরে এতে দুই দলের স্টাফরাও যোগ দেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। স্বয়ং মারামারিতে জড়িয়ে পড়েতে দেখা গেছে উরুগুয়ের দারউইন নুনেজ ও রোনাল্ড আরহাওকে।