উৎপাদন বাড়াতে সরকার বিনামূল্যে সার-বীজ বিতরণ করছে : ইমরান আহমদ এমপি 

3

শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৪-২০২৫ মৌসুমে উফশী রোপাআমন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার (ডিএপি ও এমওপি) বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।

 শুক্রবার (১২ জুলাই) বিকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উক্ত সার ও বীজ বিতরণ করা হয়। গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইমরান আহমদ এমপি বলেন সরকার উৎপাদন বৃদ্ধির জন্য সারাদেশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির পরিচালনায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, গোলাম রব্বানী সুমন, শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।