ছাতকে খেলাঘরের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

4

ছাতক প্রতিনিধিঃ ছাতকে খেলাঘরের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ছাতক কনকচাঁপা খেলাঘর আসের উদ্যোগে শুক্রবার সকালে খেলাঘর কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে খেলাঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সকালে খেলাঘর আসরের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না সহ অতিথিবৃন্দ। এর আগে কনকচাঁপা খেলাঘর আসরের সাধারন সম্পাদক বিজয় রায়ের সভাপতিত্বে ও খেলাঘর কর্মী সেলিম মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার প্রমুখ।

খেলাঘরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। এসময় খেলাঘর আসরের সংগীত শিক্ষক অজিত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, প্রচার সম্পাদক আনসার মিয়া, নৃত্যের শিক্ষক ঈশিতা দাস, প্রকাশনা সম্পাদক শাওন আচার্য সহ অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।