হামলায় আহত সাকী, জেলা প্রেসক্লাব ও সাংবাদিকদের নিন্দা

10

স্টাফ রিপোর্টার
চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকীর উপর সংঘবদ্ধ জুয়াড়িদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব ও প্রতিনিধিত্বশীল সাংবাদিকরা।

এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বলেন, সিলেট নগরীর গোয়াইটুলা এলাকায় একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে তীরজুয়াসহ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় গত বছরের ৪ জুলাই ওই চক্রের সদস্যরা সাংবাদিক সাকী ও তার স্ত্রী দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদের উপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা হলে হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নেয়ার জন্য সাকীকে চাপ সৃষ্টি করে। সাকী রাজী না হওয়ায় গতকাল রবিবার ওই চক্রের সদস্যরা আবারও সাকী ও তার স্ত্রী সুবর্ণার উপর হামলা চালায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পেশাদার সাংবাদিক দম্পতির উপর বারবার হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে ওঠায় সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও সুবর্ণা হামিদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন।

জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষে বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

এছাড়া বিবৃতি প্রদানকারী প্রতিনিধিত্বশীল সাংবাদিকরা হলেন- দৈনিক জনকন্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ও দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, দৈনিক একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, বাংলাভিশনের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক দিপু সিদ্দিকী, স্বদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, ডেইলি নিউএজ’র স্টাফ করসপনডেন্ট মনিরুজ্জামান মনির, দৈনিক মানবকন্ঠের সিলেট প্রতিনিধি মো. ইমরান আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, দৈনিক সময়ের আলোর ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু, বাংলাটিভির ব্যুরো প্রধান আবদুল কাইয়ূম, নিউজ টুয়েন্টিফোর টিভির ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, ঢাকা প্রতিদিন’র বিশেষ প্রতিনিধি হাবীবুর রহমান হাবীব, বাংলাদেশ বেতারের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, বাংলানিউজ২৪.ডটকম’র সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন, দৈনিক শুভপ্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, দৈনিক আজকের সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি আলী আকবর চৌধুরী কোহিনূর, বাংলাট্রিবিউনের সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন, দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিম, দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নূরুল হক শিপু, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, দৈনিক সিলেট মিররের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, দৈনিক দেশ’র ব্যুরো প্রধান আমিনুল ইসলাম রোকন, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি মো. দ্বোহা চৌধুরী, দৈনিক কাজিরবাজারের ফটো সাংবাদিক মামুন হোসেন, মাইটিভি’র সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস।

সবুজ সিলেট/হাসান