এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

6

স্পোর্টস ডেস্ক::
এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবিয়ানরা দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে ৫ উইকেটে।

গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭৩ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাবে ২ বল বাকি থাকতে এভিন লুইসের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭৪ রান করে জয় তুলে নেয় স্বাগতিক উইন্ডিজ।

ওপেনিং জুটিতেই ১৯২ রান করে ফেলে ক্যারিবিয়ানরা। লক্ষণ সান্দাকানের বলে আউট হওয়ার আগে ১২১ বলে ৮ চার ও ৪ ছয়ে ১০৩ রান করেন ওপেনার লুইস। আরেক ওপেনার শাই হোপ ১০৮ বলে ৬ চারে করেন ৮৪ রান। তাদের বিপদের পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে লঙ্কানরা।

সেই যাত্রায় সফলও হতে চলেছিলো তারা। নুয়ান প্রদীপ ও থিসারা পেসেরা দ্রুত তুলে নেন দু’টি করে উইকেট। ড্যারেন ব্রাভো (১০), অধিনায়ক কাইরন পোলার্ড (১৫) ও ফাবিয়ান অ্যালেন (১৫) বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। উইন্ডিজ জয় পায় শেষ ওভারে গিয়ে। দুই অপরাজিত ব্যাটসম্যান নিকোলাস পুরান (৩৫) ও জেসন হোল্ডারের (২) ব্যাটে ভর করে।

এর আগে দানুশকা গুনাথিলাকা ও দিনেশ চান্দিমালের জোড়া ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দু’জনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০০ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন গুনাথিলাকা। তার ৯৬ বলে ৯৬ রানের ইনিংসটিতে ছিলো ১০ চার ও ৩টি ছয়ের মার।

অন্যদিকে চান্দিমাল ৭১ রান করতে খেলেন ৯৮ বল, হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা। শেষদিকে ভানিন্দু হাসারাঙ্গা ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেললে ৮ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেসন মোহাম্মদ। ২ উইকেট পেয়েছেন আলঝেরি জোসেফ। ম্যাচ সেরা হয়েছেন লুইস।