জৈন্তাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে পরিবার সম্মেলন অনুষ্ঠিত

14

মীর শোয়েব, জৈন্তাপুর, সিলেট: জৈন্তাপুর উপজেলার চারিকাটায় নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আদর্শ পরিবার গঠন বিষয়ে এক পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত, জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অনুষ্ঠান বাস্তবায়ন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক আবুল মনসুর আসজাদ, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর স্বাস্থ্য কম্পেক্সের চিকিৎসক ডা: তানভীর রহমান, মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন চারিকাটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের (ইনচার্জ) ডা: আব্দুল মোতালিব ও পরিদর্শক হোসেইন আজাদগীর । সম্মেলনে বক্তারা বলেন, সরকার দেশের প্রত্যান্ত অঞ্চলের তৃণমুল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌছে দিতে আন্তরিক ভাবে কাজ করছে।
ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করায় গ্রামের সাধারণ জনগণ তথা গর্ভবর্তী নারী সহ মহিলাগণ সহজে চিকিৎসা সেবা গ্রহন করেছেন।