ছাতকে দুর্গাপূজা চলাকালীন সময়ে ট্রাফিককে সহায়তা করবে ৩টি টিম

7

ছাতক প্রতিনিধি: ছাতেক শারদীয় দুর্গোৎসব চলাকালে ছাতক শহর যান-জট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত আরো ৩টি টিম কাজ করবে। একটি নিদিষ্ট রংয়ের পোশাক পরিহিত প্রতি টিমে ৫ জন করে ১৫ জন ট্রাফিক পুলিশকে সহায়তা করবে। শুক্রবার রাকে থানার অফিসার ইনচার্জে কক্ষে এক বেঠকে এ সিদ্ধান্তের কথা জানান গোলাম কিবরিয়া হাসান। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য অটোরিকশার মালিক পক্ষ থেকে গঠন করা ৫ সদস্যের ৩ টি টিম শহরের ৪.৫.৬ ও ৭ নং ওয়ার্ডে কাজ করবে।

ব্যাটারি চালিত থ্রি ষ্টার অটো মিশুক মালিক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে থানার অফিসার ইনচার্জের বৈঠকে ট্রাফিক পুলিশের টিআই বায়েজিদ, সদ্য সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, থ্রি ষ্টার অটো মিশুক মালিক সমিতির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম রুবেল সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।