ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ৫০ সাংবাদিক নিহত

2

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে গত দেড় মাসে সংবাদ সংগ্রহকালে এপর্যন্ত ৫০ জন সাংবাদিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য।
বিবৃতি সিপিজে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে এর আগে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি সাংবাদিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেই যুদ্ধ কভার করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন সাংবাদিক।’
‘কিন্তু গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা অনেক আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সংবাদকর্মীদের ছাড়িয়ে গেছে। গত শনিবার গাজায় ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।’
সিপিজের বিবৃতিতে বলা হয়, হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে একদিনে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের রেকর্ড যুদ্ধের প্রথম দিন ৭ অক্টোবর। ওই দিন ৬ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। তারপর সোমবার একদিনে নিহত সাংবাদিকদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা দেখল বিশ্ব।