বিভিন্ন মহলের শোক: ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

13

ছাতক প্রতিনিধিঃ ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য, ছাতক কনকচাঁপা খেলাঘর আসর পরিচলানা কমিটির বর্তমান সভাপতি কেতকী রঞ্জন আচার্য(ফুল দা) মৃত্যু বরন করেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা ১২ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উনার মরদেহ ছাতক শহরের বাগবাড়ি এলাকার আচার্য বাড়িতে নিয়ে আসা হয়। এখানে শাস্ত্রীয় কাজ শেষে দুপুর সোয়া ১ টায় শহরের কেন্দ্রীয় শশ্মান ঘাটে উনার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে উনার প্রান প্রিয় সংগঠন কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ে নিয়ে হলে সেখানে উনার মরদেহ কয়েক মিনিটের জন্য রাখা হয়। এসময় খেলাঘর আসরের পক্ষ থেকে তাকে শেষ বিদায় জানান খেলাঘর নেতৃবৃন্দ। তখন উনার মরদেহ খেলাঘর আসরের পতাকা দিয়ে ঢেকে দেয়া হয় এবং ফুলের মালা, স্কার্প পড়িয়ে পুস্পস্তবক অর্পণ করেন খেলাঘরের সাধারন সম্পাদক বিজয় রায়, প্রাক্তন সদস্য বাসবী চৌধুরী লিলি ও সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, পাঠাগার সম্পাদক শাওন আচার্য, সদস্য রক্সি আচার্য ও অর্থি আচার্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে ছাতক ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, শশ্মানঘাটে সিলেট জেলা খেলাঘরের সহ সভাপতি, কেন্দ্রীয় সদস্য সিরাজ উদ্দিন শিরু, সাধারন সম্পাদক তপন চৌধুরী টুটুল, কনকচাঁপা খেলাঘর আসরের সহ সভাপতি তপন তরফদার, প্রাক্তন সদস্য শিখা দে, সংগীত শিক্ষক অজিত কুমার দাস, সাবেক সদস্য দুলন তরফদার, সাবেক শিক্ষক অতিন্দ্র দেবনাথ টুটুল, প্রচার সম্পাদক আনসার মিয়া, মৃদুল দাস, সঞ্জিব পাল মুন্না সহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। এদিকে কেতকী রঞ্জন আচার্যের মৃত্যতে গভির শোক প্রকাশ করেছেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি, উদীচীর ছাতক শাখার সাবেক সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, কনকচাঁপা খেলাঘর আসরের সাধারন সম্পাদক বিজয় রায়, সংগীত শিল্পী আবুল বশর সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।